শাহরাস্তিতে নবতরুণ স্পোর্টিং ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত

ছবি: পুরস্কার বিতরণকালে

রাফিউ হাসান হামজা: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে বেরনাইয়া নবতরুণ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫, সিজন ৫ এর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ৩ ঘটিকায় বেরনাইয়া উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিন ব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

বেরনাইয়া নবতরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্টপোষক এবং জারিফ ফার্মার সত্ত্বাধিকারী মোঃ জাহিদুল ইসলাম দিপু।

এছাড়াও প্রধান অতিথি হিসেবে ছিলেন শাহ শরীফ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বেরনাইয়া নবতরুণ স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোজাহের হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ শরীফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ কাজী কামাল হোসেন, ক্লাবটির উপদেষ্টা জিল্লুর রহমান মানিক, বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম খলিল, অষ্ট্রগ্রাম স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সুজন প্রমুখ।

অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জারিফ ফার্মার স্বত্বাধিকারী মোঃ জাহিদুল ইসলাম দিপু খেলা উদ্বোধনের সময় খেলোয়াড়দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বেরনাইয়া একটি খেলাপ্রেমী অঞ্চল। এখানে বেরনাইয়া নবতরুণ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই মিনিবার টুর্নামেন্টের ধারাবাহিক সাফল্য কামনা করি। আশা করি, সকল খেলোয়াড় সৌহার্দ্যপূর্ণ মনোভাব বজায় রেখে খেলার মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা পৌঁছে দেবেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত বেরনাইয়া নবতরুণ স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোজাহের হোসেন বলেন, আমরা সবাই এখানে খেলাকে উপভোগ করতে এসেছি। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত, তাই সকলের উচিত তা শ্রদ্ধার সঙ্গে মেনে নেওয়া। আমরা শৃঙ্খলা ও ভদ্রতা বজায় রেখে খেলাটি উপভোগ করবো।

আয়োজকরা জানান, প্রায় ৩২ টি দল অংশগ্রহণ করছে মিনি এই ফুটবল টুর্নামেন্টে। সিভিল সিন্ডিকেট ও সূর্যতরুণ ক্লাবের মধ্যকার খেলা দিয়ে শুরু হয় টুর্নামেন্টটি। টুর্নামেন্টের প্রাইজমানি হিসেবে প্রথম পুরস্কার একটি ট্রফি ও ২০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১০ হাজার, তৃতীয় পুরস্কার ৫ হাজার।