ইতালি নেওয়ার নামে অর্ধ কোটি টাকার প্রতারণা, শাহরাস্তির সাইফুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ

 

সাইফুল ইসলাম

শাহরাস্তি, চাঁদপুর: ইউরোপে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার আহমদ নগর বানিয়াবাড়ি গ্রামের সাইফুল ইসলাম (বাবা: হারুনুর রশিদ) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বর্তমানে তিনি ইতালির ভেনিস শহরে অবস্থান করছেন বলে জানা গেছে।

এক ভুক্তভোগীর বড় ভাই, ইয়াসিন হোসেন, শাহরাস্তি নিউজ-কে জানান, তার ভাই ইমনকে ইতালি নেওয়ার আশ্বাস দিয়ে সাইফুল ইসলাম তাদের কাছ থেকে ২ লক্ষ টাকা হাতিয়ে নেন। কয়েক মাস ধরে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করেন—ভিসা জটিলতা, ওয়ার্ক পারমিট বিলম্বসহ নানা অজুহাত দেখান। পরবর্তীতে হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে তাদের ব্লক করে দেন এবং সকল ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

এছাড়াও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামের বিরুদ্ধে তার নিজ এলাকার ৬-৭ জন ভুক্তভোগীর কাছ থেকে টেলিন ইন্টারভিউ বা ইউরোপ পাঠানোর নাম করে প্রায় ৩৫-৪০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। 

ভুক্তভোগীরা জানান, সাইফুল ইতোমধ্যে ইতালিতে প্রায় ১ কোটি টাকা মূল্যের একটি রেস্টুরেন্ট কিনেছেন, যা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা টাকায় করা হয়েছে বলে তারা ধারণা করছেন।

সাইফুল ইসলামের বিরুদ্ধে একাধিক গুরুতর প্রতারণার অভিযোগ থাকলেও এখনও পর্যন্ত শাহরাস্তি থানায় তার বিরুদ্ধে মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়নি। বিষয়টি স্থানীয়ভাবে আলোচিত হলেও ভুক্তভোগীরা এখনো আইনি পথে এগিয়ে আসেননি।