শাহরাস্তি ওয়াকওয়ে পরিচ্ছন্ন করলো বিডি ক্লিন শাহরাস্তি

বিডি ক্লিন শাহরাস্তি

শাহরাস্তি (নিজস্ব প্রতিনিধি): পরিবেশ রক্ষায় জনগণকে সচেতন করার লক্ষ্যে বিডি ক্লিন শাহরাস্তি উপজেলা টিম আয়োজন করেছে তাদের সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান। এবার পরিচ্ছন্ন করা হয় শাহরাস্তি ওয়াকওয়ে ও তার আশপাশের এলাকা। অভিযানে অংশ নেন টিমের ২২ জন সদস্য। চলমান এস.এস.সি পরীক্ষার কারণে অনেক সদস্য উপস্থিত হতে না পারলেও অভিযান সফলভাবে সম্পন্ন হয়।

বিডি ক্লিন টিম শাহরাস্তি জানায়, রমজান মাসে ওয়াকওয়েতে ইফতার শেষে অনেকেই অপ্রয়োজনীয় ময়লা-আবর্জনা ফেলে চলে যান। এছাড়া পর্যটকরাও অসচেতনভাবে ওয়াকওয়েতে বর্জ্য ফেলে স্থানটির সৌন্দর্য নষ্ট করছেন। এই অবস্থার পরিবর্তনে এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে নেওয়া হয় এই উদ্যোগ।

পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতেও টিম কাজ করছে। এক প্রশ্নের জবাবে বিডি ক্লিন সদস্য ওমর ফারুক বলেন, “আমরা যেখানে ইভেন্ট করি, সেখানে সাধারণ মানুষ আমাদের কাজকে ইতিবাচকভাবে নেয়। আমরা কখনো বাধার সম্মুখীন হই না, বরং স্থানীয়রাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।”

বিডি ক্লিন টিমে শাহরাস্তির পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি একটাই বার্তা— “এই দেশ আমাদের, আর দেশটিকে পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের। যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলি, পরিবেশকে ভালোবাসি।”

স্থানীয় জনগণ বিডি ক্লিনের এই মহতী উদ্যোগকে সাদরে গ্রহণ করেছেন এবং প্রশংসায় ভাসিয়েছেন। অনেকেই এই কার্যক্রমে স্বেচ্ছায় অংশ নিয়ে সমাজে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে ভূমিকা রাখেন।