আশ্রাফপুরের বোবা হানিফের ট্রেনে কাটা পড়ে মৃ'ত্যু

ছবি: সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহীত


চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার হোসেনপুর বাজারের পরিচিত মুখ মো. হানিফ (বোবা হানিফ) আজ দুপুরে সাগরিকা ট্রেনের ধাক্কায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ বাক প্রতিবন্ধী ছিলেন এবং আশ্রাফপুরের সন্তান। জীবিকার তাগিদে তিনি হোসেনপুর বাজারে বিভিন্ন ধরনের কাজ করতেন। সবাই তাকে ‘বোবা হানিফ’ নামে চিনতেন।

আজ দুপুরে মেহের করবা হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন রেললাইনের পাশে হাঁটার সময় দ্রুতগামী সাগরিকা ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

হানিফের মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, তিনি শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং পরিশ্রম করেই জীবিকা নির্বাহ করতেন। তার অকাল মৃত্যুতে সবাই মর্মাহত।

মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মহান আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন—এমন দোয়া করেছেন এলাকাবাসী।