শাহরাস্তির কাকৈরতলা বাজারে ভয়াবহ অগ্নিসংযোগ (ভিডিও)

আজ সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকার সময় শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের, কাকৈরতলা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, অগ্নিসংযোগের পর স্থানীয়রা জাতীয় ইমারজেন্সি সেবা ৯৯৯ কল করেন। কল করার কয়েক মিনিটের মধ্যেই শাহরাস্তি উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হন এবং স্থানীয়দের সহযোগিতায় কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে, পল্লী বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই অগ্নিসংযোগ টি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় শাহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মীরা, তবে বাজারে থাকা এমরানের চাউলের মেইল বিশেষ ভাবে ক্ষতিগ্রস্ত হয়।