শাহরাস্তি আপডেটঃ একটি নিখোঁজ সংবাদ

 
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার, উপলতা গ্রামের মেহেদি হাসান নামে এক যুবক হারানো গিয়েছে।

হারানোর সময় তার গায়ে ছাই কালারের জার্সি এবং পড়নে ছিল নেবি ব্লু টাউজার। তার আনুমানিক বয়স ১৪ বছর। উচ্চতা ৫.৭" সে শাহরাস্তি উপজেলার মেহের উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
ছেলেটি ২২ তারিখ (শনিবার) রাগের বশবর্তী হয়ে তারা নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। স্বজনরা তার আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করেও তার সন্ধান পায়নি।

যদি কোন সহৃদয়বান ব্যক্তি এই ছেলেটির সন্ধান কিংবা শনাক্ত করতে পারেন, তাহলে কি এই নাম্বারটিতে যোগাযোগ করার অনুরোধ করা হলঃ ০১৯০৫৮৫১৫৩৪