চাঁদপুর জেলা তাঁতী লীগের সাবেক আহবায়ক জামাল হোসেন আর নেই

ইউনিয়ন প্রতিনিধিঃ জয়, শাহরাস্তি উপজেলার কৃতি সন্তান চাঁদপুর জেলা তাঁতী লীগের সাবেক সংগ্রামী আহবায়ক মোঃ জামাল হোসেন আজ ভোররাতে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ২৮ শে জুন জামাল হোসেন উনার ফেইসবুকে অসুস্থতার কথা জানায়, পরে উনার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া উনাকে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অক্সিজেন দেওয়া হয় পরে উনার শরীরের অবস্থা অবনতি হলে উনাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়, আজ ভোর রাতে উনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মহান আল্লাহ রাব্বুল আলামিন উনার জীবনের গুনাহ গুলো ক্ষমা করে নেকিতে পরিণত করুক। উনাকে জান্নাতবাসি করুক। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।আমিন