শাহরাস্তি উপজেলার মেহের দঃ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন

শাহরাস্তি প্রতিনিধিঃ জয়, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের মাননীয় সংসদ সদস্য, মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপির নির্দেশনায় ও চাঁদপুর জেলা ছাত্রলীগ ও শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের দিক নির্দেশনায় শাহরাস্তি উপজেলার মেহের দঃ ইউনিয়ন ছাত্রলীগ বৃক্ষ রোপন কর্মসূচী শুরু করেছে।

শাহরাস্তি উপজেলার মেহের দঃ ইউনিয়ন ছাত্রলীগ দেবকরা মারগুবা ডঃ শহীদুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা লাগিয়ে এই কার্যক্রম শুরু করে।মেহের দক্ষিন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সুজনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে এ ছাড়াও বৃক্ষ রোপন কর্মসূচিতে বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগ নেতা-কর্মীরা অংশগ্রহণ করে।