তৃতীয় দফায় ছুটি বাড়লো ১৪ এপ্রিল পর্যন্ত

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশে তৃতীয় দফায় ছুটি বাড়ানো হয়েছে। এ দফায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ১৪ এপ্রিল পর্যন্ত। এর আগে সাধারণ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১১ তারিখ পর্যন্ত ছুটি থাকলেও সঙ্গে এবার যোগ হলো ১২ ও ১৩ এপ্রিলের ছুটি। এর সঙ্গে ১৪ এপ্রিলে নববর্ষের ছুটিও নির্বাহী আদেশে যুক্ত থাকবে।রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।