করোনা উপসর্গ নিয়ে শাহরাস্তির যুবক হাসপাতালে! করা হয়েছে নমুনা সংগ্রহ

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সোমবার, ১৩ এপ্রিল ২০২০
করোনা উপসর্গ নিয়ে শাহরাস্তির যুবক হাসপাতালে! করা হয়েছে নমুনা সংগ্রহ।

আজ ২৩ ই এপ্রিল সোমবার, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনোরা উপসর্গ নিয়ে অসুস্থ এক যুবক চিকিৎসার জন্য আসে। শাহরাস্তি উপজেলা সেনগাঁও গ্রামের ওই যুবকের নামঃ ওসমান গনি(২২), পিতা- মৃত সেলিম হোসেন, সাং-সেনগাঁও মুন্সিবাড়ি, পোস্টঃ কালিয়াপাড়া, তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসার জন্য শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জরুরি বিভাগের আসেন।

কর্তব্যরত চিকিৎসক তাকে করোনা আক্রান্ত সন্দেহে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ সময় আইইডিসিআর-এ পরীক্ষার জন্য আক্রান্তের দেহ হতে নমুনা সংগ্রহ করা হয়েছে।
তবে করোনা টেস্ট রিপোর্ট না পাওয়া পর্যন্ত তাকে করোনা আক্রান্ত বলা যাবে না।