করোনাভাইরাস: আজ থেকে ঢাকায় প্রবেশ ও বের হওয়া বন্ধ


জরুরি সার্ভিস ছাড়া সাধারণ জনগণকে ঢাকায় প্রবেশ এবং ঢাকা ছাড়তে দেবে না পুলিশ। পরবর্তী সরকারি নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, জনসাধারণের জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য জরুরি প্রয়োজন ছাড়া একা কিংবা দলবদ্ধভাবে বাইরে ঘোরাফেরা করতে নিষিদ্ধ ঘোষণা করা হলো। পরবর্তী সরকারি নির্দেশ না দেয়া পর্যন্ত জনসাধারণকে ঢাকায় প্রবেশ করতে দেয়া হবে না। এমনকি তাদের ঢাকা ছেড়ে অন্যত্র যেতেও দেয়া হবে না।