শাহরাস্তিতে কৃষকদের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগ
![]() |
ধান কাটার দৃশ্য |
সোমবার ২৭ এপ্রিল ২০২০
নিজস্ব প্রতিবেদকঃ করোনা মহামারীতে মাঠের পাকাঁ ধান বাড়ি তুলতে শ্রমিক সংকটে চিন্তিত কৃষকেরা, ঠিক তখনি সাড়া বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা'র অনুপ্রেরণায় কৃষকের পাশে ছাত্রলীগ। তার ধারাবাহিকতায় কৃষকের ধান কেটে মাথায় বহন করে বাড়ি পৌছেঁ দিলেন মেহের উত্তর ইউনিয়ন ছাত্রলীগ নেতা পরশ চক্রবর্তী জয়ের নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী।
উপকারভুগী কৃষকের ছেলে তার অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, আমার বাবা দীর্ঘদীন অসুস্থ তাই আমিই মাঠের ফসল দেখাশুনা করছি। ধান পাকলেও কাটার জন্য কাউকে পাচ্ছি না, আবার দীর্ঘদিন রোজগার বন্ধ থাকায় উচ্চ মজুরীতে লোক ঠিক করতে ও পরছি না আথির্ক সংকটের কারনে। এমন দুঃসময়ে টিভিতে ছাত্রলীগ নানা যায়গায় কৃষকের ধান কাটছে এমন সংবাদ দেখতে পাই তখন আমি আমাদের মেহের উত্তর ইউনিয়ন ছাত্রলীগ নেতা পরশ চক্রবর্তী জয়ের সাথে যোগাযোগ করি। তিনি তার সাথের ছাত্রদের নিয়ে এসে আমাদের জমির ধান কেটে আমার বাড়ি দিয়ে আসে। সৃষ্টিকর্তা উনার মঙ্গল করুক।
এব্যাপারে ছাত্রলীগ নেতা পরশ চক্রবর্তী জয় বলেন, চাঁদপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়ের অনুপ্রেরণায় চাঁদপুর জেলা ছাত্রলীগের সন্মানিত সভাপতি জহির উদ্দিন ভাই ও সন্মানিত সাধারণ সম্পাদক সাদ্দাম খান ভাইয়ের নির্দেশনায় ও শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মোঃ ইমদাদুল হক মিলন ভাইয়ের দিক-নির্দেশনার আলোকে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি। স্কুল জীবনে যেদিন থেকে ছাত্রলীগের শপথ নিয়েছি সেই দিন থেকে সর্বদা মানবতার তরে কাজ করে যাচ্ছি এবং বাকি জীবন কাজ করে যেতে চাই।
এব্যাপারে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন মুক্তিযুদ্ধা কমান্ডার ও ইউপি সদস্য বীর মুক্তিযুদ্ধা ভূষন চন্দ্র দে বলেন, ছাত্রলীগের মানবিক কাজের যে ধারা তা অত্র ইউনিয়নে পরশ চক্রবর্তী জয় তার শ্রম ও মেধা দিয়ে আজো টিকিয়ে রেখেছে। মহামারী পরিস্থিতিতে পরশের নেতৃত্বে ইউনিয়ন ছাত্রলীগ বাড়ি বাড়ি গিয়ে জীবানুনাশক স্প্রে করা, লিফলেট বিতরন, ত্রান বিতরন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দোকানের সামনে বৃত্তঅঙ্কন, কৃষকের ধান কাটা সহ নানান কার্যক্রমে প্রশংশনীয় ভূমিকা রাখছে। এরাই প্রকৃত ছাত্রলীগ নেতা।