চিতোষীর প্রাণকেন্দ্রে আওয়ামী লীগ নেতাদের তাণ্ডব! হতাশ জনগণ ও ব্যবসায়ীরা

ছবিঃ সংগ্রহীত

বিশেষ প্রতিনিধিঃ শনিবার, ১১ এপ্রিল ২০২০
চিতোষী বাজার ব্রিজ বন্ধ করে দিলেন আওয়ামী লীগ নেতারা।  ফিরিয়ে দেয়া হচ্ছে জরুরী কাজে নিয়োজিত ঔষধ ও খাদ্য সরবরাহ কৃত গাড়ি।

গত ৯ এপ্রিল চাঁদপুর জেলাকে গণবিজ্ঞপ্তি দিয়ে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় শাহরাস্তিতে সেই কার্যক্রম বাস্তবায়নের কাজ করেন, শাহরাস্তি উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব শিরিন আক্তার।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, জেলার প্রধান সড়কগুলো থাকবে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারিতে।  জরুরী প্রয়োজনে প্রধান সড়কগুলো দিয়ে চলাচল করতে পারবে খাদ্য ও ওষুধ সরবরাহ কৃত গাড়ি।

কিন্তু চিতোষী ব্রিজের চিত্র পুরো উল্টো! কিছু সংখ্যক আওয়ামী লীগ নেতা মিলে আজ বাঁশ এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে বন্ধ করে দেয় চিতোষী রোড এর প্রধান ব্রিজ টি। এতে চরম বিপাকে পড়লেন ব্যবসায়ী এবং সাধারণ জনগণ। চলাচল করতে পারছে না কোন ধরনের খাদ্য এবং জরুরী সরবরাহকৃত ঔষধ এর গাড়ি। অন্যান্য গ্রাম থেকে আসা লোকজন যেতে পারছেনা ঔষধের দোকানে বা বাজারে।

ফিরিয়ে দেয়া হয়েছিল শহর থেকে আসা জরুরী ঔষধ সরবরাহ কৃত গাড়ি ও খাদ্য সরবরাহ কৃত গাড়ি। এতে হতাশ হয়ে পড়েন চিতোষী বাজারের ব্যবসায়ীরা। এর ফলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।