শাহরাস্তিতে আলোচনার শীর্ষে ওসি শাহ আলম
শাহরাস্তিতে আলোচনার শীর্ষে ওসি শাহ্ আলম!
৬ এপ্রিল ২০২০
মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার। এই শ্লোগানকে বুকে ধারণ করে নোবেল করোনাভাইরাস (কোভিড ১৯) এর ধ্বংসাত্মক থাবা থেকে সারা বাংলাদেশের ন্যায় শাহরাস্তি উপজেলার বাসিন্দাদের নিরাপদ রাখতে দিনভর নিরলস পরিশ্রম করে যাচ্ছেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম এলএলবি।
স্থানীয় সূত্রে জানা যায় করোনাভাইরাস থেকে শাহরাস্তি উপজেলাবাসীকে সুরক্ষিত রাখতে, তিনি নানা ধরনের জনসচেতন মূলক কর্মকান্ডের উদ্যোগ নেন। তারই ধারাবাহিকতায় উক্ত উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনামূলক লিফলেট বিতরণ ও নিজ উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে ছিটানো হয় জীবাণুনাশক স্প্রে।
এবং হাটবাজারে জনসমাগম এড়াতে ও ন্যায্যমূল্য বজায় রাখতে উদ্বোধন করেন, ভ্রাম্যমান ন্যায্য মূল্যের দোকান। যা ইতিমধ্যেই জনগণের মন কেড়ে নেয়। এছাড়াও তিনি প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্য নির্ধারণ করে দেয়ার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেন। যাতে করে সাধারন মানুষ বিড়ম্বনায় না পড়েন। এছাড়াও তার উদ্যোগে বিনা প্রয়োজনীয় দোকানপাট বন্ধ করার জন্য করা হয়েছে বাজার মনিটরিং এর বিশেষ ব্যবস্থা।
এতকিছুর পরেও বসে নেই তিনি! ছুটে চলছেন শাহারাস্তির বিভিন্ন মসজিদে, মসজিদে। সাধারণ জনতার মাঝে পৌঁছে দিচ্ছেন সতর্কবার্তা। যা ইতিমধ্যেই শাহরাস্তির সাধারণ মানুষের মন কেড়ে নিয়েছে। প্রতিনিয়ত প্রশংসায় ভাসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।