শাহরাস্তির মাঠে ঘাটে সেনাবাহিনী ভুল করলেই ছক্কা!
শাহরাস্তির মাঠে ঘাটে সেনাবাহিনী ভুল করলেই ছক্কা!
উপজেলা প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি করার জন্য সেনাবাহিনী প্রথম থেকে মাঠে থাকলেও এবার সরকারি নির্দেশনা অনুযায়ী আজ থেকে সারাদেশের মত শাহরাস্তি উপজেলাতেও কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী।
আতংকিত না হয়ে সচেতন হওয়ার জন্য শেষ বারের মতো শাহরাস্তি বাসিকে আহ্বান জানান তারা, বিনা প্রয়োজনে ঘর থেকে বাহিরে বের না হওয়ার জন্য অনুরোধ করেন। বিনা প্রয়োজনে বের হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তারা।