শাহরাস্তি উপজেলা ছাত্রদলকর্মীর নিজ উদ্যোগে ৫০ পরিবারে ত্রাণ বিতরণ

ছবিঃ সংগ্রহীত

শাহরাস্তি উপজেলা ছাত্রদলকর্মীর নিজ উদ্যোগে ৫০ পরিবারে ত্রাণ বিতরণ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
দেশের এই ক্লান্তিকালে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি,  বড় নেতা থেকে তৃণমূল কর্মীরাও এগিয়ে আসছেন অসহায় মানুষদের পাশে। তারই ধারাবাহিকতায় শাহরাস্তিকেও বিভিন্ন দলের নেতা-কর্মীরা অসহায় মানুষদের মাঝে ত্রান বিতরন করেন।

তবে শাহরাস্তি পৌরসভার ৮নং ওর্য়াড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং মেহার ডিগ্রী কলেজের ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, মোঃ আবুল হায়দার কিছুটা ভিন্নভাবে এবং নিজ অর্থায়নে ত্রাণ বিতরণ করেন। তিনি তার পৌর এলাকার ৮ নং ওয়ার্ডে নিজ এলাকার অসহায় ও কর্মহীন প্রায় ৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।  নিজেই অসহায় মানুষদের ধারে ধারে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। 

তিনি আমাদের সাথে মত প্রকাশের সময় জানান, দেশের এই করুণ সময়ে আমরা যারা মোটামুটি স্বাবলম্বী আছি, এই মুহূর্তে দল-মত নির্বিশেষে আমাদের সকলকে এগিয়ে আসা উচিত। প্রয়োজনে নিজে অল্প খাব তবে সবাই মিলে খাব সবাই মিলে বাঁচব।