শাহরাস্তি উপজেলায় সন্দেহজনক ২০জনের নমুনা সংগ্রহ,১৪ জন নেগেটিভ
মোঃ সুমন: শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের মধ্যে করোনা সন্দেহে ২০ জনের নমুনা জেলাপ্রশাসক এর মাধ্যমে আইইডিসিআর এ পাঠানো হলে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ জনের পরীক্ষা ফলাফল নেগেটিভ আসে। বাকি ৬ জনের ফলাফল অপেক্ষমান রয়েছে। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতিক সেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, শাহরাস্তি উপজেলায় করোনা পরিস্থিতিতে ৭টি আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। সরকারের পক্ষ হতে চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করা হয়েছে। তবে আরও সুরক্ষা সরঞ্জামের চাহিদা রয়েছে। তিনি বিত্তবানদের এই চাহিদা পূরণে এগিয়ে আসার আহবান জানান।