শাহরাস্তি-হাজীগঞ্জের ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছেন রফিকুল ইসলাম বীর উত্তম

ছবিঃ সংগ্রহীত

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
পরশ চক্রবর্তী জয়ঃ করোনা ভাইরাসের সংক্রমণে যখন সারা বিশ্ব দিশেহারা। সংক্রামণরোধে সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে বিভিন্ন পেশাজীবি সহ খেটেঁ খাওয়া মানুষেরা তখনি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের তালিকা করে ত্রাণ দিচ্ছে সরকার পাশাপাশি সাহায্য করছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ও ব্যক্তিবর্গ। তারি ধারাবাহিকতায় শাহরাস্তি ও হাজীগঞ্জ এই দুই উপজেলার দশ হাজার মানুষের জন্য খাদ্য সামগ্রী ওয়ার্ড পর্যায়ে মানুষের হাতে পৌঁছাচ্ছেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, চাঁদপুর-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য, নৌপরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়।

গত ২১ এপ্রিল হতে পর্যায়ক্রমে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত শাহরাস্তি হাজীগঞ্জে এক যোগে স্থানীয় নেতৃবৃন্দ এই ত্রান বিতরন করবেন। ট্রাক যোগে শাহরাস্তির ১০ টি ইউনিয়ন ও পৌরসভা, হাজীগঞ্জের ১২ টি ইউনিয়ন ও পৌরসভায় ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে  এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এসময় তিনি টেলিকন্ফারেন্সের মাধ্যমে সামাজিক দুরুত্বে দাঁড়ানো সাহায়্য গ্রহীতাগণের মাঝে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। গত ২১ এপ্রিল প্রথম দিনে শাহরাস্তির রায়শ্রী উত্তর ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে একইসাথে হাজীগঞ্জের ০৯নং ও ১০ নং গন্ধব্যপুর ইউনিয়নে, ২২ এপ্রিল দ্বিতীয় দিনে শাহরাস্তির সূচীপাড়া উত্তর ও সূচীপাড়া দক্ষিন ইউনিয়নে একইসাথে হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ও ১নং গন্ধ্যবপুর ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। ২৩ এপ্রিল সাত দিনব্যাপি কার্যক্রমের তৃতীয় দিনে শাহরাস্তির চিতোষী পূর্ব ও চিতোষী পশ্চিম ইউনিয়নে একই সাথে হাজীগঞ্জের ৬নং বড়কুল ও ৭নং বড়কুল ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরন করার কথা রয়েছে।