ঠাকুর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড

ছবিঃ সংগ্রহীত
বুধবার, ২২ এপ্রিল ২০২০
আজ শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজারের "আইকন ফার্নিচার" এ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় । খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যায় শাহরাস্তি উপজেলার ফায়ার সার্ভিস সব কয়টি ইউনিটে। ফায়ার সার্ভিস কর্মীদের সাথে সার্বিক সহযোগিতা করেন স্কাউট সদস্য ও স্থানীয় লোকজন। প্রায় অনেকক্ষণ চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এসময় শাহরাস্তি থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই এই অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।