ত্রাণেরনামে সেলফি বাজি বন্ধ করার নির্দেশ মেজর রফিকের


ত্রাণেরনামে সেলফি বাজি বন্ধ করার নির্দেশ মেজর রফিকের। 

বৃহস্পতিবার করোনা ভাইরাস প্রতিরোধে সাংবাদিক এবং নেতাকর্মীদের টেলিকনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনা দেন চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি এমপি ও গণমানুষের নেতাঃ মেজর রফিকুল ইসলাম বীর উত্তম। 

নির্দেশনা কালে তিনি বলেন, ত্রাণেরনামে ছবি তুলে ফেসবুকে ভাইরাল না করার জন্য সুস্পষ্টভাবে নেতাকর্মীদের নির্দেশ দেন। এছাড়াও সেলফিবাজ নেতাদের থেকে জনগণকে দূরে থাকার আহ্বান জানান। 
এছাড়া বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া, এবং প্রতিটি সংবাদকর্মীকে সঠিক তথ্য প্রচারের আহ্বান জানান তিনি। 

উক্ত কনফারেন্সে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ শাহ আলম,
এবং উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান।