শাহরাস্তির ফেরুয়া গ্রামে বিষপানে যুবকের আত্মহত্যা

মৃত যুবকের মরদেহ 

শাহরাস্তির ফেরুয়া গ্রামে বিষপানে আত্মহত্যা করেছে এক যুবক। ঘটনাটি ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাত ৯টায় শাহরাস্তি  উপজেলার পেরুয়া গ্রামে ঘটে।

জানা যায়, মোঃ সোলেমান মিয়ার পুত্র মোঃ সোহেল হোসেন (৩১) ফেরুয়া গ্রামের বেপারী বাড়ির বাসিন্দা।
পারিবারিক কলোহের জন্য পটাশ নামক বিষাক্ত দ্রব্য পান করে অসুস্থ হয়ে পড়েে আত্মীয়স্বজন তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। উপজেলা কমপ্লেক্সের জরুর বিভাগের চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে শাহরাস্তি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, এসআই কুতুবউদ্দীন, এএসআই সোলাইমানসহ সঙ্গীয় ফোর্স হাসপাতালে আসেন এবং মৃত সোহেলের সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে যান।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোহেল প্রথম বিয়ে করেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাটরা গ্রামের জেসমিনকে। ওই সংসারে ১ ছেলে ১ মেয়ে থাকা অবস্থায় তাদের দাম্পত্য কলোহ দেখা দেয়। এতে স্ত্রী তার বিরুদ্ধে  নারী ও শিশু আদালতে মামলা করেন। ওই মামলা বর্তমানে চলমান রয়েছে। এরই মধ্যে সোহেল মোবাইল ফোনের মাধ্যমে ঢাকার নুরজাহান নামক এক মহিলাকে বিয়ে করেন। এই সংসারে ১টি পুত্র সন্তান রয়েছে। বর্তমান স্ত্রী নুরজাহানের সাথে সোহেলের দাম্পত্য জীবন ভালোই চলছিলো। কিন্তু সোহেলের ভাই-বোনদের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ থাকায় এবং ওই বিরোধের জের ধরেই রাগে-ক্ষোভে সোহেল আত্মহত্যা করেন।