শাহরাস্তিতে হঠাৎ শিলাবৃষ্টি! ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা
![]() |
ফসলি জমি |
শাহরাস্তিতে হঠাৎ করে শিলাবৃষ্টি! করোনা ভাইরাসের এই উপদ্রবের সময় কৃষকের জন্য এ যেন মরার উপর খাঁড়ার ঘা! আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ০২ টার সময় শাহরাস্তি উপজেলায় নাহারা, কুরকামতা, দেবকরা, খিলা, কালীগঞ্জ, ও নিজমেহার সহ উক্ত উপজেলার বিভিন্ন গ্রামের উপর দিয়ে বয়ে গেছে ঝড় ও শিলাবৃষ্টি। এতে উপড়ে গেছে গাছপালা, বিদ্যুতের খুঁটি। এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বর্তমানে বিচ্ছিন্ন রয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি । ধান ও ভুট্টা গাছগুলো হেলে পড়েছে, কৃষকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে, তাদের ধান চাষ কৃত ফসলি জমিগুলোর ঝড়-বৃষ্টির কারণে হেলে গেছে। এবং শিলা বৃষ্টির কারণে অনেক ধান নষ্ট হয়ে গেছে। কৃষকদের আসংখ্যা ধানগুলো চিটা হয়ে যাবে, এমত অবস্থায় তারা একটি বড় ধরনের ক্ষতির আশঙ্কায় রয়েছেন।