শাহরাস্তি উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদকের বিরদ্ধে চাঁদাবাজির অভিযোগ

©আজকের শাহরাস্তি

রবিবার, ১২ এপ্রিল ২০২০
তথ্য সূত্রে জানা যায় চাঁদপুর জেলা সিত্রনজি চালিত অটো রিক্সা মালিক সমিতি ১৮৭৮ নং এর সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার এর কাছে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক, মোঃ কামরুজ্জামান মিন্টু ২০ হাজার টাকা চাঁদা দাবি করলে আবুল চাঁদা দিতে অপরগতা প্রকাশ করলে সম্পাদক আবুল কে প্রাণ নাশের হুমকি প্রাধান করে। এতে তিনি জীবনের নিরাপত্তার কথা ভেবে শাহরাস্তি থানায় ত্রকটি অভিযোগ দাখিল করেন।

আওয়ামীলীগ সরকার চাঁদাবাজদের রাজনৈতিক করে না আর কোন চাঁদাবাজদের দলে রাখে না, তাহলে শাহরাস্তিতে কে সেই কামরুজ্জামান মিন্টু যে কিনা আওয়ামী লীগের পদের অপব্যবহার করে সাধারণ মানুষ থেকে চাঁদা দাবি করে।
এ ব্যাপারে শাহরাস্তি মডেল থানায় ন্যায় বিচারের আশায় সাধারণ ডায়েরি করেন সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার।


এমন ভাবে হয়তো অনেক জনতা থেকে চাঁদা নিয়ে আসছেন তিনি,ভয়ে মানুষ মুখ খুলতে পারছেনা।এমন লোককে নেতৃত্বে রাখলে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। ত্রটা প্রকাশিত হবার পরেও কি আওয়ামিলীগ সরকার তাকে দলের পদমর্যাদায বহাল রাখবে আমরা যতদূর জানি তার চাঁদাবাজির ত্রহেন ঘটনার কারন টি চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদা বিষয়টি আমলে নিবেন। ত্রমনটাই দাবি ভোক্ত ভুগির।