শাহরাস্তিতে প্রযুক্তি মামলায় আ'লীগ নেতা কারাগারে
![]() |
ছবিঃ সংগ্রহীত |
রবিবার, ১২ এপ্রিল ২০২০
উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সফিউল আযম স্বপন গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাত ১২টার দিকে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। চাঁদপুর-৫ আসনের এমপি মেজর (অব.) রফিকুল ইসলাম এমপিকে ইঙ্গিত করে ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘এই মাত্র পাওয়া খবর, সরকারি ত্রাণ বিতরণে এমপির লোক হওয়া লাগবে, তা না হলে ত্রাণ বিতরণ নয়। বিশেষ সূত্রে পাওয়া খবর।’
এই স্ট্যাটাস উপজেলা আওয়ামী লীগের নজরে এলে শাহরাস্তি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল পাটোয়ারী তুষার নিজে বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে স্বপনের বিরুদ্ধে মামলা করেন। মামলা নং ০৮
মামলার পরে শুক্রবার দিবাগত রাতে তার বাড়ি থেকে শাহরাস্তি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ১১ এপ্রিল শনিবার পুলিশ আটক স্বপনকে আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। স্বপন উপজেলার টামটা উত্তর ইউনিয়নের তারাবালিয়া গ্রামের বাসিন্দা।